প্রকাশিত: Thu, Jul 13, 2023 11:34 PM
আপডেট: Tue, May 13, 2025 4:03 AM

[১]এবারের সফরে ডোনাল্ড লু নিস্প্রভ

তাসমিয়া নুহিয়া আহমেদ, মাজহারুল মিচেল: [২] কয়েক মাসে আগে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুর সফর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রচার পেয়েছিলো। এবারের সফরে তিনি একদমই নীরব। 

[৩] বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ জানান, মর্যাদার দিক থেকে তিনি উহ্য রয়েছেন। এ সফরে যেহেতু তারা উর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন সেহেতু তিনি প্রাধান্য পাবেন না।

[৪] ড. ইমতিয়াজ জানান, ডোনাল্ড লুর সঙ্গে আমার কয়েক মাস আগে দেখা হয়েছিল তখন তিনি আমাকে জানান, বাংলাদেশের মিডিয়াতে তাকে নিয়ে যে কাভারেজ হয়েছে তাতে তিনি হতবাক হয়েছেন।

[৫] আসলে তার যা প্রাপ্য তারচেয়ে আমরা বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি বলে ড. ইমতিয়াজ মন্তব্য করেন। 

[৬] ঢাকায় এসে উজরা যে টুইট করেছেন সেখানেও তিনি কেবল তার আর পররাষ্ট্র সচিবের ছবি দিয়েছেন, যে ছবিতে লু আছেন, সেটি পোস্ট করেননি। তার এমন পোস্টের কারণে দেশের বিভিন্ন চিন্তাবিদরা ফেইসবুকে নানা পোস্ট দিয়েছেন। 

[৭] সেখানে তারা নানান কৌতুহল ও লুকায়িত কুটনৈতিক বিষয় জড়িয়ে আছে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

[৮] এ ব্যাপারে দেশের আরেক বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক প্রফেসর ড. দেলোয়ার হোসেন জানান, এতে কোন লুকানো কুটনীতি নেই। যেখানে তার ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, সেখানে তার নাম আসার প্রশ্নই আসেনা। উজর জেয়া কথা বলার জন্য যথেষ্ট। 

[৯] এ ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আমাদের নতুন সময়কে বলেন, আমরা আগে থেকেই জানতাম; উজরা জেয়ার সঙ্গে ডোনাল্ড লু আসছেন। কিন্তু পরে স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে দেখলাম, ডোনাল্ড লু’র নাম উল্লেখ করা হয়নি। এটা কেনো হলো, তা আমাদের জানা নেই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব